বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শনিবার (২৮ ডিসেম্বর) শুরু হয় ঢাকা দ্বিতীয় পর্ব।একদিনের বিরতি শেষে আজ আবারও ঢাকার দ্বিতীয় পর্বের লড়াই শুরু হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুদল রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লড়বে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস।
দুপুরের ম্যাচটিতে মুখোমুখি হতে যাওয়া রংপুর-সিলেটের অবস্থা একদমই বাজে! ৭ ম্যাচে সিলেটের জয় কেবল একটি! এক ম্যাচ কম খেলে রংপুরেরও এক জয়! তবে চলতি আসরে এখন পর্যন্ত তলানিতে থাকা দুদলের মুখোমুখি দেখা হয়নি। আজই মোসাদ্দেক-মুস্তাফিজদের দেখা হচ্ছে ২৫তম ম্যাচে।
নিজেদের সবশেষ ম্যাচটিতে দুদলই হেরেছে। দুদলই মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে। রংপুরের শেষ ম্যাচে মোহাম্মাদ নবীকে বাদ দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার শেন ওয়াটসনকে। কিন্তু তাতেও দলকে জেতাতে পারেননি এই অজি অলরাউন্ডার। সিলেট সবশেষ ম্যাচে খুলনাকে লড়াকু টার্গেট দিলেও মেহেদী হাসান মিরাজের ঝড়ে হারতে হয়েছে!
অপর দিকে, সন্ধ্যার ম্যাচটি হবে বেশ জমজমাট। পয়েন্ট টেবিলের দুই এবং চারের লড়াই। রাজশাহীর মোকাবিলায় ঢাকা। এই আসরে দুদলের সবশেষ দেখায় কিন্তু জয়টা লিটন-আফিফদের। মাশরাফি-তামিমদের দেওয়া ১৩৪ রানের জবাবে মাত্র এক উইকেটে জয় পেয়ে যায় রাজশাহী।
চলতি আসরের দুদলের সবশেষ ম্যাচে রাজশাহী জয় পেলেও হেরেছে ঢাকা। কুমিল্লাকে ১৫ রানে হারিয়ে দুই পয়েন্ট কুড়িয়েছে রাজশাহী; যেখানে ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রামের কাছে ৬ উইকেটে হেরেছে ঢাকা!
আজ ঢাকাকে হারিয়ে দিতে পারলে রাজশাহী চট্টগ্রামের চেয়ে (৮ ম্যাচ) এক ম্যাচ কম খেলেই শীর্ষে উঠে যাবে। বঙ্গবন্ধু বিপিএলে নেট রানরেট সবচেয়ে সমৃদ্ধ রাজশাহীর। আজ তাই আরেকটি জয় তুলে নিয়ে সবার ওপরে উঠে যেতে চায় আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।
উল্লেখ্য, ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল উড়ে যাবে সিলেটে। ২ থেকে ৪ জানুয়ারি সিলেটে হবে বিপিএল লড়াই। তিনদিনে সিলেটে হবে ৬টি ম্যাচ। সিলেট পর্ব শেষে আবারও ঢাকা পর্ব শুরু হবে ৭ জানুয়ারি। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে ‘বঙ্গবন্ধু’ বিপিএল।
আজকের বাজার/আরিফ