অবশেষে প্রকাশ পেল রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র টিজার।
গনেশ চতুর্থীর উৎসব উপলক্ষে বুধবার (১২ সেপ্টেম্বর) এটি অবমুক্ত করা হয়। এটি রজনীকান্তের ব্লকবাস্টার ‘রোবট’-এর সিক্যুয়েল। এতে স্পেশাল ইফেক্টের ঝলক দেখা গেছে।
ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও আরও আছেন আদিল হুসেন, সুধাংশু পান্ডে, অ্যামি জ্যাকসন প্রমুখ। ছবিটিতে মিউজিক দিয়েছেন এআর রহমান।
শংকর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আজকের বাজার/এমএইচ