দুর্নীতির দুই মামলায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের পর টিভি ক্যামেরায় মুখ দেখানো নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন হাইকোর্ট ও নিম্ন আদালতের বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর না পাওয়া না গেলেও হাতাহাতি ও টানাটানিতে অনেকের পোশাক ছিড়েছে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা জজ কোর্টের এসি (প্রসিকিউশন) আমিনুর রহমান জানিয়েছেন, বিএনপির উভয় পক্ষে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের থামায়।
আজকের বাজার: আরআর/ ১৯ অক্টোবর ২০১৭