টিভি ক্যামেরায় মুখ দেখানো নিয়ে আইজীবীদের হাতাহাতি

দুর্নীতির দুই মামলায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের পর টিভি ক্যামেরায় মুখ দেখানো নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন হাইকোর্ট ও নিম্ন আদালতের বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর না পাওয়া না গেলেও হাতাহাতি ও টানাটানিতে অনেকের পোশাক ছিড়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকা জজ কোর্টের এসি (প্রসিকিউশন) আমিনুর রহমান জানিয়েছেন, বিএনপির উভয় পক্ষে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের থামায়।

আজকের বাজার: আরআর/ ১৯ অক্টোবর ২০১৭