রমজান উপলক্ষ্যে আগামি ৬ মে থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ওইদিন থেকে রাজধানী সহ সারা দেশ জুড়ে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্র করা হবে। রমজানের নিত্যপণ্যের দামে লাগাম টানতে এবং স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে টিসিবি বরাবরই এসব নির্ধারিত ভর্তুর্কি মুল্যে বিক্রি করে।
টিসিবির তথ্য মতে, ঈদুল ফিতর পর্যন্ত সারাদেশের ২ হাজার ৭৮৪ জন ডিলার ও ১৮৭ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। টিসিবির খোলা ট্রাক ও নির্ধারিত ডিলাররা নির্ধারিত দামে চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন না।
পয়লা মে টিসিবির বোর্ড সভায় রমজানের নিত্যপণ্যের বাজার দর পর্যালোচনার পরই টিসিবি’রি নিত্য পণ্যের দাম কত হবে তা জানানো হবে।
আরজেড/