এএফসি কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম পর্বে সম্প্রতি মালদ্বীপের দল টিসি স্পোর্টসের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। সম্প্রতি নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফের পরাজিত হয় ১-০ গোলে।
প্রথমবার প্রিমিয়ারে সুযোগ পেয়েই এএফসি কাপে খেলারও সুযোগ লাভ করে দলটি। যদিও সেটি বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ড। তারপরও নবাগত দল হিসেবে গর্ব তো তাদের থাকবেই।
টিসি স্পোর্টসের বিপক্ষে ম্যাচটি সাইফের জন্য ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যে ম্যাচের শুরুতে এলোমেলো খেলেছে তারা। যার ফল ২৩ মিনিটে গোল হজম। টিসি স্পোর্টের আনাতোলি গোলটি করেন।
পরে খেলায় ফিরলেও দুর্ভাগ্য তাদের জড়িয়ে ধরে। চার চারটি প্রচেস্টা পোস্টে লেগে ফিরে আসে তাদের। ফিরতি লেগে আজ ৩০ জানুয়ারি মালদ্বীপের মুখোমুখি হবে দুই দল। প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিয়ে নিজেদের কাজটা এগিয়ে রাখলো টিসি স্পোর্টস।
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮