ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি২০ ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল সফরকারীরা।
রবিবার সেন্ট্রাল ব্রড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট জারিয়ে ১৬৭ রান করে ভারত।
ওপেনার রোহিত শর্মা ৬৭, ভিরাট কোহলি ২৮, শিখর ধাওয়ান ২৩ এবং ক্রুনাল পান্ডিয়া ২০* রান করেন।
জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৯৮ রান করলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষে ওয়েস্ট ইন্ডিজের সামনে ডার্ক লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২১ রান। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রভমন পাওয়েল ৫৪ রান করেন।
ভারতের পক্ষে বল হাতেও ২ উইকেট নেন ক্রনাল। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
এর আগে প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় ভিরাট বাহিনী।
আজকের বাজার/লুৎফর রহমান