টি-টুয়েন্টিতে অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্টে মুমিনুল

ভারত সফরের জন্য টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্টে মুমিনুল হককে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় নতুন অধিনায়কের নাম। সঙ্গে ছোট ফরম্যাট টি-টুয়েন্টির জন্য নতুন করে দলও ঘোষণা করা হয়েছে।

আগামী ৩, ৭ ও ১১ নভেম্বর ছোট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যথাক্রমে দিল্লি, নাগপুর, রাজকোটে আয়োজন করা হবে ম্যাচগুলো।

সিরিজের জন্য গেল ১৭ অক্টোবর দল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত দল থেকে ইনজুরির কারণে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেন তামিম ইকবাল। এছাড়া নিষেধাজ্ঞার কারণে ছিটকে গেছেন সাকিব।

মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, সাইফউদ্দিনের জায়গায় আবু হায়দার রনি, তামিমের পরিবর্তে মোহাম্মদ মিথুন ও সাকিবের বদলে খেলবেন তাইজুল ইসলাম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়ন্টি দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।

আজকের বাজার/এমএইচ