টি-টুয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল পাকিস্তান টিম। বাংলাদেশকে টি-টুয়েন্টি সিরিজে হারিয়ে এক নম্বর জায়গাটি অটুট রাখে পাকিস্তান। এতে এ কবছর ধরে টি-টুয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা হওয়ায় তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে যায় পাকিস্তান। আগের দুটি ম্যাচে বাংলাদেশকে তারা হারিয়েছে যথাক্রমে ৫ ও ৯ উইকেটে।
২০১৮ সালের জানুয়ারি থেকে টি-টুয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে পাকিস্তান। ২০১৯ সালে ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে আটটিতে হারায় চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতায় শীর্ষস্থানটি হাতছাড়া হয়নি বাবর আজমদের।
শীর্ষ টি-টুয়েন্টি দল হিসেবে পাকিস্তানের সংগ্রহ ২৭০ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে। মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে অজি শিবির।
আজকের বাজার/আরিফ