শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। তিন ম্যাচের সিরিজে মাত্র দ্বিতীয়বারের মত প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দলটি। রেকর্ডও গড়েছে কিছু। যুগ্মভাবে টি-টুয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন ভারতের। আর যুগ্মভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক সিরিজে দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার। কিন্তু কোহলি-ধোনিদের হেড কোচ রবি শাস্ত্রির কন্ঠে ভিন্ন সুর। সাবেক ভারতীয় এই ক্রিকেটারের কাছে টি-টুয়েন্টি কোন বিষয়ই নয়।
দলগত ও বক্তিগত পারফরম্যান্সের দিক থেকে দারুণ একটি বছরই কাটিয়েছে ভারত। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারা। এর বাইরে তারা একম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া টেস্ট-ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বাকি ১৫টি সিরিজের সবকটিতেই অপরাজিত কোহলি-ধোনিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ ড্র হয়েছে। মোট ৬টি টি-টুয়েন্টি সিরিজে ১৩টি ম্যাচ খেলেছে ভারত, যেখানে জয় ৯টিতে। এত দারুণ পারফরম্যান্সের পরও শাস্ত্রির মন্তব্য,‘টি-টোয়েন্টি? আমরা কেয়ার করি না। হার কিংবা জয়ে কোনো কিছু যায়-আসে না।’ তবে তরুণদের জন্য একটি ইতিবাচক মন্তব্য করেছেন তিনি, ‘তরুণদের এখানে সুযোগ দিলে ২০১৯ সালে (বিশ্বকাপ) কারা থাকতে পারবে, সেটা বোঝা যাবে।’
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭