ক্রিকেটের সংক্ষিপ্ত ওভারের আসর টি-টেন। প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত ১০ ওভারের ক্রিকেটে শিরোপা জিতেছে কেরালা কিংস। রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে কেরালা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের কেরালা কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ২ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে ব্যাটিংয়ে নামারও সুযোগ পাননি।
প্রথমে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবি লিজেন্ডসকে বড় সংগ্রহ এনে দেন লুক রনচি। এই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ৩৪ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন। কেরালা কিংসের হয়ে একটি করে উইকেট শিকার করেন লিয়াম প্লাঙ্কেট ও এমরিত।
১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কেরালা কিংসকে শিরোপা জেতানার পথে পল স্টারলিং ও এউইন মরগ্যান হাফসেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান। পাঞ্জাবি লিজেন্ডসের হয়ে একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলি।
এর আগে একইদিন টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কেরালা কিংস। অন্যদিকে তামিম ইকবাল-শহিদ আফ্রিদির পাখতুন্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে পাঞ্জাবি লিজেন্ডস।
আজকের বাজার: সালি / ১৯ ডিসেম্বর ২০১৭