আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের দেরাদুনে এই সিরিজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টায় দিল্লিগামী একটি বিমানে দেশ ছাড়েন টাইগাররা।
দেরাদুনে দুই দিনের অনুশীলন শেষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরে ৩ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ। ৫ ও ৭ জুন হবে বাকি দুই ম্যাচ।
এই সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। টিম ডিরেক্টর হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন।
রাসেল/