টেস্ট এবং ওয়ানডে সিরিজে উপর্যুপরি হোয়াইটইয়াশ হওয়ার পর নতুন প্রত্যাশা নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগার বাহিনী।
বাংলাদেশ সময় রাত ১০টায় ব্লুমফন্টেইনে সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল।
ইনজুরির কারণে দেশে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজ। তাই টি-টোয়েন্টি সিরিজে এ দুজনকে পাচ্ছে না বাংলাদেশ।
এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসের পাশাপাশি একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডার নাসির হোসেনকে। থাকতে পারেন পেসার শফিউল ইসলামও।
অপরদিকে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে স্বাগতিক শিবির। বেশ কিছু তরুণ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে প্রোটিয়ারা।
আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭