বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজম। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে নাম্বার ওয়ান তিনি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করায় এ স্থান অক্ষত রয়েছে তার।
সোমবার ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাংকিংয় প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ভালো করায় ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৮২৩।
র্যাংকিংয়ের তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তার রেটিং পয়েন্ট ৮১০। চতুর্থ স্থান দখল করেছেন হার্ডহিটার ব্যাটসম্যান কলিন মানরো। নিউজিল্যান্ড ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৭৮৫। আর পঞ্চম স্থান অধিকার করেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। তার রেটিং পয়েন্ট ৭৮২।সুত্রে আইসিসি
আজকের বাজার/আরিফ