আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নিজের করে নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তবে রোববারের ম্যাচটিতে তার দল নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে পাঁচ উইকেটে।
নিজের ৭৪তম ম্যাচ খেলতে নামা মালিঙ্গা এক ইয়র্কারে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে তুলে নেন ৯৯তম উইকেট। যার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান ৯৮ উইকেট শিকারি পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ২০ ওভারে চার উইকেট হারিয়ে তুলে নেয় ১৭৪ রান। সর্বোচ্চ ৭৯ রান করা কুশল মেন্ডিস খেলেন ৫৩ বল।
নিউজিল্যান্ডের হয়ে ফাস্ট বোলার টিম সাউদি নেন ২০ রানে দুই উইকেট।
জবাব দিতে নেমে ব্লাক ক্যাপসরা ১৯.৩ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে জয়ের বন্দর ১৭৫ রানে পৌঁছে যায়।
নিউজিল্যান্ড ১ রানের মধ্যেই তাদের প্রথম উইকেট কলিন মনরোকে হারায়। তাকে বোল্ড করে আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন মালিঙ্গা।
পরে ১৮ রানের মাথায় মার্টিন গাপটিল (১১) ও ৩৯ রানের মধ্যে টিম সিফেট (১৫) ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেট জুটিতে গ্র্যান্ডহোম (৪৪) ও রস টেইলর (৪৮) মিলে ৭৯ রান যোগ করে দলকে বিপদ মুক্ত করেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
আজকের বাজার/এইএইচ