টি-টোয়েন্টিতে ৫ নতুন মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের লড়াই আপাতত শেষ। লাল-সবুজের দলের এবারের মিশন টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে বড় চমক, পাঁচজন নতুন মুখ নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

গত বিপিএলে দারুণ নৈপুণ্য দেখানো তরুণ ক্রিকেটাররাই অগ্রাধিকার পেয়েছেন এই দলে। আরিফুল ইসলাম, জাকির হোসেন, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। আর পেসার আবু হায়দার রনি ফিরছেন প্রায় দুই বছর পর।

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এবং দুটি টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। অবশ্য চোট কাটিয়ে টি-টোয়েন্টির দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ফিরেছেন ওপেনার সৌম্য সরকারও। ফর্ম খরার কারণে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের দলে ছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মেহেদী হাসান ও জাকির হোসেন।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮