টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাবেন কেটি পেরি

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের একশো দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। অক্টোবর-নভেম্বরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন মাতাবেন আমেরিকান পপ সিঙ্গার কেটি পেরি।

২০২০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ দল নিয়ে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহিলাদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নারী দিবসের দিন ৮ মার্চ, ২০২০। নৈশালোকে ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাতাবেন কেটি পেরি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের একশো দিনের কাউন্টডাউনের অনুষ্ঠানে কেটি পেরির সেই ভিডিয়ো বার্তা পোস্ট করেছে আইসিসি।

আজকের বাজার/লৎফর রহমান