টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার প্রকাশিত ওই সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বাংলাদেশের ম্যাচ শুরু হবে আগামী বছরের ১৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার হোবার্টে বেলেরিভ ওভালে ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপ থেকে বাছাই পার হয়ে আসা দল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৮ অক্টোবর থেকে।
টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর পর্ব সুপার টুয়েলভ শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সে পর্বের প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে এই পর্বে। তবে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পায়নি।
এশিয়ার দুই জায়ান্ট- বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাছাই পর্ব পার হয়ে আসা ৬ দলের বিপক্ষে লড়তে হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে আসা তিন দলের বিপক্ষে। অন্যদিকে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে বাছাই পেরিয়ে আসা তিন দল।
প্রথম রাউন্ডের খেলায় ১৯ অক্টোবরের পর ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ডে সফল হতে পারলে সুপার টুয়েলভ পর্বে ২৬ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ অক্টোবর পার্থে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। ২ নভেম্বর সিডনিতে ‘এ২’ দলের বিপক্ষে, ৫ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে এবং ৮ নভেম্বর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা।
বাংলাদেশের প্রথম রাউন্ডের সময়সূচি:
১৯, ২১ ও ২৩ অক্টোবর ২০২০ তারিখে যথাক্রমে বাছাই বি৩, বি২ ও বি৪ এর বিপক্ষে।
প্রথম রাউন্ডে সফল হলে সুপার টুয়েলভ: ২৬, ২৮ অক্টোবর, ২, ৫ ও ৮ নভেম্বর যথাক্রমে ইংল্যান্ড, আফগানিস্তান, এ২, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
অস্ট্রেলিয়ার হোবার্ট, জিলং, সিডনি, অ্যাডিলেইড, মেলবোর্ন, পার্থ ও ব্রিসবেনে টুর্নামেন্টের ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর প্রথম সেমিফাইনাল হবে সিডনিতে, ১২ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অ্যাডিলেইডে। ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর ফাইনাল হবে মেলবোর্নে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ