আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও একদিনের সিরিজে বাংলাদেশকে দাঁড়াতেই দেয় না স্বাগতিকরা। এরপরেও টি-টোয়েন্টিতে টাইগারদের নিয়ে সাবধান প্রোটিয়ারা। ব্লমফন্টেইনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছ থেকে ভালো লড়াইয়ের প্রত্যাশা করেছেন।
টাইগারদের ভয়ঙ্কর উল্লেখ করলেও ২-০ তে সিরিজ জেতার কথা বলেছেন ডুমিনি, “আমি মনে করি, টি-টোয়েন্টি সিরিজে লড়াই হবে। ফরম্যাট যত সংক্ষিপ্ত হয় দুই দল তত কাছাকাছি চলে আসে। বাংলাদেশ ভয়ঙ্কর একটি দল। দুই ম্যাচে প্রবল লড়াই হতে পারে। টেস্ট ও ওয়ানডে সিরিজ যেভাবে জিতেছি সেভাবেই জেতার লক্ষ্য থাকবে আমাদের। সিরিজ জিততে চাই ২-০ ব্যবধানে। আশা করি, এবার অধিনায়ক হিসেবে একটি সিরিজ জিততে পারব।”
বাংলাদেশকে নিয়ে না ভেবে নিজেদের দিকেই মনোযোগ দিতে চান ডুমিনি। তিনি বলেন, “ওদের হারানোর কিছু নেই, সেদিক থেকে ওরা বিপজ্জনক হতে পারে। আবার এমন হতে পারে ওরা বিমানে এক পা দিয়ে ফেলেছে। হতে পারে দেশে ফিরে যেতে চায়। এটা আগামীকাল বোঝা যাবে। আমাদের মনোযোগ থাকবে আমরা কি করতে চাই সেদিকে। আমাদের মূল লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা।”
নিজের দলের ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী ডুমিনি তবে জয়টা যে সহজ হবে না তা প্রকাশ পেয়েছে এই ক্রিকেটারের কন্ঠে। তিনি বলেন, “ব্যাপারটা এমন নয় যে, আপনি এলেন আর জিতে গেলেন। অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, আমাদের সেই খেলোয়াড় আছে যারা সিরিজ জেতাতে পারে। আমরা এটাও জানি, জেতা খুব কঠিন হবে। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে। চোট সমস্যা ওদের ভোগাচ্ছে, সেটা আমাদের কোনো কোনো দিক থেকে সহায়তা করবে। আবার এটা একই সঙ্গে তরুণ এক জন ক্রিকেটারের নিজেকে মেলে ধরার সুযোগও, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।”
আজকের বাজার: সালি / ২৬ অক্টোবর ২০১৭