তামিম ইকবালকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দেশের জার্সি গায়ে সর্বাদিক রানের মালিক বনে গেলেন সাকিব আল হাসান। আর শনিবার সাকিবের ব্যাটেই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। বাংলাদেশ দলনায়কের ব্যাট থেকে এল ৪৫ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস।
ব্যাট হাতে ৬০ রান করতেই এই ফর্ম্যাটে তামিম ইকবালকে টপকে দেশের সর্বাধিক রান সংগ্রকারী হন সাকিব। তামিমের ১,৫৫৬ রান টপকে সাকিবের সংগ্রহ এখন ১,৫৬৭ রান। ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি বল হাতেও ১টি উইকেন নেন সাকিব। উল্লেখ্য, ৯২ উইকেট নিয়ে টি-২০’তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও শাকিব।
আজকের বাজার/লুৎফর রহমান