মাত্র ১৮ রানে ৭ উইকেট দখল করে টি-২০ ইতিহসে নতুন এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ও লিস্টারশায়ারের অধিনায়ক কলিন আকেরমান। ভিটালিটি ব্ল্যাস্ট টি-২০ লিগে আকেরমান বল হাতে এই রেকর্ড গড়েন
গ্রেস রোডে আজ অনুষ্ঠিত ম্যাচে আকেরমানের দুর্দান্ত বোলিংয়ে লিস্টার ৫৫ রানে ওয়ারউইকশায়ারকে পরাজিত করেছে। আকেরমান একে একে মাইকেল বারগেস, স্যাম হেইন, উইল রোডস, লিয়াম ব্যাঙ্কস, এ্যালেক্স থমসন, হেনরি ব্রুকস ও জিতেন প্যাটেলের উইকেট তুলে নেন। প্রথম দুই ওভারে তিনি নিয়েছেন ৬ উইকেট। ১৯০ রান তাড়া করতে গিয়ে আকেরমানের বোলিং তোপে ১৩৪ রানেই গুটিয়ে যায় ওয়ারইউকশায়ার।
এর আগে ২০১১ সালে গ্লামারগোনের বিপক্ষে সামারসেটের হয়ে মালয়েশিয়ান বোলার অরুল সুপ্পি ৫ রানে ৬ উইকেট দখল করে এই তালিকায় শীর্ষে ছিলেন।
আজকের বাজার/লুৎফর রহমান