টুইটারে ক্ষোভ উগরে দিলেন আনুশকা শর্মা

Bollywood actor Anushka Sharma during the press conference of the film Phillauri in Mumbai, India on March 15, 2017. (Pravin Utturkar/SOLARIS IMAGES)

একটি প্রথম সারির বাংলা দৈনিকের বিরুদ্ধে ভুয়া সাক্ষাৎকার ছাপার অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ওই প্রকাশিত সাক্ষাৎকারের কাট-আউটের ছবি দিয়ে টুইটারে উগরে দিয়েছেন ক্ষোভ।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, আনুশকার দাবি, ওই সংবাদপত্রটি কাল্পনিক সাক্ষাৎকার ছেপেছে। অথচ, তার সঙ্গে ব্যবহার করা হয়েছে তার এবং বিরাটের দক্ষিণ আফ্রিকা সফরের ছবি।

আনুশকা জানান, তিনি কোনো সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি। টুইটারে তিনি বলেন, আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে, ব্যক্তিগত জীবন সম্পর্কে ওই সংবাদপত্র বা অন্য কোথাও কোনো সাক্ষাৎকার দিইনি। এর থেকে বোঝা যাচ্ছে, কীভাবে আপনার রং চড়িয়ে ব্যক্তিগত জীবনকে পেশ করা হয়।

আজকেরবাজার/এসকে