জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা তুহিনুর ইসলাম তুহিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় পাটগাতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ, পৌরসভার সাবেক কাউন্সিলর মইনুল ইসলাম অপুসহ খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান