তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুঁটি বেঁধে কাজ করছেন অক্ষয় কুমার। ছবির নাম ‘টু পয়েন্ট জিরো’। প্রকাশ্যে এলো ছবির ফাস্ট লুক। এক ভয়ঙ্কর অক্ষয়!
জনপ্রিয় ‘এনথিরান’ ছবির এ সিক্যুয়েলে অভিনয় করতে গিয়ে অক্ষয় এমন কিছু করেছেন যা তিনি ক্যারিয়ারের গত ২৫ বছরেও করেননি। অক্ষয় কুমার নিজেই ভক্তদের এ তথ্য দিয়েছেন।
‘টু পয়েন্ট জিরো’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ছবিতে তার অবয়ব খানিকটা কাকের মতো। উড়ে উড়ে সেই দুঃসাহসী চরিত্রটি হামলা করে বিপর্যস্ত করে তুলে ছবির অন্য চরিত্রগুলোকে।
ছবির ফার্স্ট লুক দেখেই অনেকে চমকে গেছেন। নির্মাতা পক্ষ না বলে দিলে যে কারই বুঝতে কষ্ট হতো যে, এ তাদের চেনা অক্ষয় কুমার। সবার চেনা থেকে অচেনা হয়ে ওঠতে গিয়েই অক্ষয় ভিন্নধর্মী অভিজ্ঞতাটি হয়। সেটা হলো মেকআপ। ছবির চরিত্রটি করতে গিয়ে ভারি মেকআপ নিতে হয়েছে তাকে। যা তিনি গত ২৫ বছরেও নেননি।
সুত্র: দ্য রিপোর্ট