কক্সবাজারের টেকনাফে রোববার সকালে ইয়াবাভর্তি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব।
আটক আবদুল আমিন টেকনাফ সদর ইউপির হাতিয়ারঘোনার ফজলুল হকের ছেলে।
র্যাবের টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ারঘোনায় মো. মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আবদুল আমিনকে আটক করা হয়েছে। এ সময় বাড়ি ও সিএনজিতে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, তিন লাখ টাকা উদ্ধার করা হয়। আটক আমিনের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ