কক্সবাজারের টেকনাফের হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশ থেকে শনিবার সকাল ৭টায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক না জানাতে পারলেও পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী হতে পারে।নিজেদের মধ্যে গোলাগুলিতে হয়তো তারা নিহত হয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, ঘটনাস্থলে সকালে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
থানা পুলিশের এই কর্মকর্তার দাবি, লাশ দুটির পাশ থেকে তারা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
ওসি জানান, দু’জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে যেহেতু ইয়াবা পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে দু’জনই মাদক ব্যবসায়ী।
তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
আজকের বাজার/এমএইচ