টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঝাউবন এলাকায় শুক্রবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত মো. ইব্রাহিম উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার নুরুল আমিন ওরফে বল্লার ছেলে।
পুলিশের দাবি, সে শীর্ষ ইয়াবা কারবারি, সন্ত্রাসী ও অনেক মামলার পলাতক আসামি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, আটক আসামি ইব্রাহিমের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপে তার আস্তানায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা তার সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপের দাবি, ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া থানা পুলিশের এসআই দিপক বিশ্বাস, কনস্টেবল লিটু ও সাকিল আহত হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ