কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় বুধবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত দু’জনকেই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।
নিহত আব্দুল রশীদ (৪৭) ওই উপজেলার এনাম শরীফের ছেলে এবং আবুল কামাল (৩৫) একই উপজেলার আব্দুর রহমানের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। ‘আত্মরক্ষার্থে’ পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে ‘মাদক ব্যবসায়ী’ রশীদ ও কামাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশের এই কর্মকর্তার দাবি, ‘বন্দুকযুদ্ধের’ সময় উপ-পরিদর্শক বোরহান উদ্দিনসহ তাদের তিন সদস্য আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ