টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কে বৃহস্পতিবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী ছিলো।
নিহত ব্যক্তির নাম মো. হানিফ (৩৮)। সে উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ার মৃত কাশেম আলীর ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, আটক আসামি হানিফের স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে তাকে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে মেরিন ড্রাইভ সড়কে অভিযানে যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় হানিফকে উদ্ধার করা হয়।
ওসি জানান, হানিফকে গুরুতর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ