টেকনাফের সীমান্ত এলাকা নাজিরপাড়ায় কথিত বন্দুকযুদ্ধে একজন রোহিঙ্গাসহ দুজন সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোর রাতে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ইসলামের ছেলে মো. কামাল (২২) ও নয়াপারার আবুল শামার ছেলে হাবিবুর রহমান (২৩) ।
বিজিবি-২ এর অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়েত কবির জানান, সীমান্ত দিয়ে দেশে ইয়াবা আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপস্থিতি টের পেয়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে কামাল ও হাবিবুর নিহত হয়।
পরে দুজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আজকের বাজার/এমএইচ