টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহতদের মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
নিহতরা হলেন- আলী আকবর পাড়ার মিয়া হোসেনের ছেলে মাহমুদুর রহমান (২৮) ও নোয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আশরাফ (২৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য অনুযায়ী, মাদক উদ্ধার অভিযানে ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অন্যরা পালিয়ে গেলে মাহমুদুর ও আশরাফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ওসি দাবি করেন, ঘটনাস্থল থেকে ছয়টি এলজি, গুলি ও ১০ হাজার ইয়াবা পিল উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ