টেকনাফে বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত

টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জেলে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আহত আরেক জেলে আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে।

স্থানীয় জেলেরা জানায়, বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মারা যান নুর মোহাম্মদ। এছাড়া আবুল কালাম নামের আরেক জেলে আহত হয়েছেন।

বিভিন্ন সময় বিজিপি টহলের সময় বাংলাদেশি জেলেদের নির্যাতন করে বলেও অভিযোগ করেন স্থানীয় জেলেরা।

লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আজকের বাজার/এমএইচ