কক্সবাজারের টেকনাফ উপজেলায় দু’গ্রুপের কথিত গুলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বট্টলী এলাকায় ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২০) ও ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মো. রফিক (৫৫)। নিহতদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার ভোরে হোয়াইক্যং নয়াপাড়া বট্টলী এলাকায় মাদক কারবারী দু’গ্রুপের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
আজকের বাজার/এমএইচ