টেকনাফে রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট দেখতে যাচ্ছেন প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট দেখতে যাচ্ছেন।

মঙ্গলবার (২২ মে) সকাল ৯টায় জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে ওই আশ্রয়কেন্দ্র দেখতে রওনা হয়েছেন তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া বলেন, সকালে ট্রানজিট পয়েন্ট পরিদর্শনের জন্য প্রিয়াঙ্কা চোপড়া রওনা দিয়েছেন। তিনি দুপুর সাড়ে ১২টায় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সোমবার (২১ মে) সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে তিনি দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান।

আজকের বাজার/একেএ