টেকনাফে প্রকাশ্যে দিনের বেলা পাহাড় থেকে নেমে আসা সশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের গুলিতে স্থানীয় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আব্দুস শুক্কুর (৩০) নয়াপাড়ার আবুল বশরের ছেলে।
নিহতের চাচা আবুল হাশিমের বরাতে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন শালবাগান পাহাড় থেকে কুখ্যাত জকির ও ধইল্যা ডাকাতের নেতৃত্বে ৭-৮ জনের সশস্ত্র দল নেমে আসে।
তারা আবুল হাশিমের বাড়িতে আশ্রয় নেয়া আব্দুস শুক্কুরকে জোরপূর্বক টেনে বের করে মারধর করতে করতে নিয়ে যায়। পরে শালবাগানে তাকে প্রকাশ্যে গুলি করে খুনের পর ডাকাতরা পাহাড়ের দিকে চলে যায়।
খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।