কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়ার মৃত অলি আহাম্মদের ছেলে জাফর আলম (২৮) ও একই এলাকার মো. ইউছুফের ছেলে আলমগীর।
বুধবার, ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় টেকনাফ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টেক/আরএম