টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে পাচার হয়ে আসার পথে ১ লাখ ইয়াবা ও বার্মিজ চোরাই পণ্যসহ একটি নৌকা জব্দ করেছে।
রোববার (১২জুন) হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তে ইয়াবা ও বার্মিজ পণ্যের চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ইয়াবাসহ চোরাই পণ্যের মূল্য ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা।
বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, ‘রোববার রাতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তে ইয়াবা ও বার্মিজ পণ্যের চালানটি জব্দ করা হয়েছে।
এ সময় স্পিডবোট নিয়ে পাচারকারীদের ধাওয়া করলে তারা একপর্যায়ে নাফ নদীতে নৌকাসহ চোরাই পণ্য ফেলে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।’
আজকের বাজার/এসএম