কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচর থেকে শনিবার সকালে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
তবে, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ। নিহতদের দুজনের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে স্থানীয়রা রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচরে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত দুই যুবকের মরদেহগুলো উদ্ধার করে।
আজকের বাজার/এমএইচ