জেলার টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন কর্মকর্তাসহ পুলিশের পাঁচজন সদস্য। এ সময় ১৮টি দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ ভেরের দিকে টেকনাফের হ্নীলা রঙিখালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার দাশ বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে রঙিখালির পাহাড়ে ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হন। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ছৈয়দ আলম, নুরুল আলম ও ছৈয়দ হোসেন। তারা টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ওসি জানান, ডাকাতদের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। খবর বাসস
আজকের বাজার/আখনূর রহমান