কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হোটেল-মোটেল বন্দর এবং পৌরসভার আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ২০১৭ সালের আগস্টের পর থেকে রোহিঙ্গা নিয়ন্ত্রণে কক্সবাজার-টেকনাফ সড়কে ৪টি চেকপোস্ট ছিলো। কিন্তু সম্প্রতি চেকপোস্টগুলো উঠে যাওয়ায় রোহিঙ্গারা নির্ভয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, টেকনাফের বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর এবং পৌরসভার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
এছাড়াও টেকনাফ পৌরসভার ভূমি অফিস সংলগ্ন মক্কা আবাসিক হোটেলে কাজ দেয়ার জন্য এক রোহিঙ্গা কিশোরসহ ম্যানেজারকে আটক করা হয়েছে।পরবর্তীতে রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান