কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উপকূলীয় এলাকা থেকে পরিত্যক্ত ৭ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি।
আজ শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় এলাকায় `গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এসময় ওই ইয়াবাগুলো তারা জব্দ করে।
তবে কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই অভিযান পরিচালনা করার সময় বিজিবি`র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে গেছে।`
আজকের বাজার: এসএস/ ৬ জানুয়ারি ২০১৮