টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় টেকনাফের লম্বরীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়ে বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ