টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

দীর্ঘ প্রায় সাড়ে ৬ মাস বন্ধ থাকার পর ১৩ নভেম্বর সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গত ১ মে থেকে সাগর উত্তাল থাকায় এ নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে। সারা বছর এ পথে আমাদের জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু সাগর উত্তাল ও রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ১৯৬ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত ও পর্যটকদের কথা চিন্তা করে আবারো পর্যটক পারাপারের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান, রোহিঙ্গাদের প্রবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে আগস্ট থেকে এ নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। বিআইডব্লিউটিএ’র অনুমতি সাপেক্ষে এ নৌপথে জাহাজ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭