বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ নভেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও অন্যরা নিজ পদে বহাল থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন দলের সাথে আওয়ামী লীগের যে সংলাপ চলছে তা বুধবার রাতে শেষ হবে। পরদিন সংলাপের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গণভবনে দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
উল্লেখ, বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া সদস্য রয়েছেন মোট ৫৩ জন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী ৩৩ জন, প্রতিমন্ত্রী ১৮ জন এবং উপমন্ত্রী দুজন। তাদের মধ্যে চারজন টেকনোক্র্যাট সদস্য। তারা হলেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ