একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার টেকনোক্র্যাট চার মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার।
ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারকে অব্যাহতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রবিবার থেকে মন্ত্রিসভায় কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে না।
গত ৬ নভম্বের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। ওইদিনই বিকাল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় তারা রবিবার পর্যন্ত দায়িত্ব পালন করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ