টেক্সাসের উত্তরপূর্বাঞ্চলে একটি গির্জায় রোববার সকালে বন্দুক হামলায় একজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, উইনোনা শহরে স্টারভিল মেথোডিস্ট চার্চে হামলার ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এবিসি সংশ্লিষ্ট কেএলটিভি পরিবেশিত খবরে বলা হয়, চার্চের যাজক বিশ্রাম কক্ষে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখে তার বন্দুক হাতে তুলে নেন। এ সময় ওই ব্যক্তি যাজককে জোরে ধাক্কা দিয়ে তার হাতে থাকা বন্দুকটি কেড়ে নিয়ে তাকে গুলি করে হত্যা করে।
কেএলটিভি জানায়, এ ব্যক্তি ওই বন্দুক হামলার ঘটনায় জড়িত রয়েছে। তার পরিচয় জানা যায়নি। খবরে আরো বলা হয়, তাকে দ্রুত ধাওয়া করে আটক করা হয়। এর আগেও টেক্সাসের অন্য একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে।