টেক্সাসের একটি ক্লাবে আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে দুজনের। জখম আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত আটটা নাগাদ টেক্সাসের রিভার ওয়াক লাগোয়া সান অ্যান্টোনিওর অ্যাভিনিউ বি–র বার–কাম–মিউজিক ক্লাব ভেন্টুরায়।
সান অ্যান্টোনিও পুলিশ দপ্তর বা এসএপিডি–র প্রধান উইলিয়াম ম্যাকমানাস জানালেন, মৃতরা দুজনেই ওই ক্লাবের ক্লাবের পৃষ্ঠপোষক। দুপক্ষের মধ্যে কিছু নিয়ে তর্কাতর্কি বাঁধে। তার জেরেই গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুলিবিদ্ধ হন আরও ছয়জন। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরেকজনের। আততায়ী এখনও ধরা না পড়লেও তাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারির আশ্বাস দিয়েছেন ম্যাকমানাস। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। এসএপিডি–র তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আততায়ীর ব্যাপারে তথ্যসূত্র চেয়ে।
অন্যদিকে, রবিবার রাতেই হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুর ডায়মন্ড হেড অঞ্চলে এক মহিলাকে নিগ্রহের খবর পেয়ে তাঁকে রক্ষা করতে গিয়ে নিগ্রহকারীর গুলিতেই মৃত্যু হয়েছে দুই পুলিস অফিসারের। ঘটনার খবর জানিয়ে টুইট করে মৃত অফিসারদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন হনোলুলুর মেয়র কার্ক কডওয়েল।
আজকের বাজার/লুৎফর রহমান