যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ছোট এক শহরে বৃহস্পতিবার বন্দুকের গুলিতে চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে এদের এক জন মারা গেছেন। শহরটির একটি বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা কোন এক ব্যক্তির মুখোমুখি হওয়ার পর এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
লুববোকের এক সংবাদপত্রের খবরে বলা হয়, লুববোক নগরীর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে লেভাল্যান্ডে এ বন্দুক হামলা চালানো হয়।
লুববোক অ্যাভালাঞ্চি জার্নাল জানায়, এ বন্দুক হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেভাল্যান্ডে একটি বাড়ির অভ্যন্তরে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা সশস্ত্র এক ব্যক্তি বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এসব পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, আহত কর্মকর্তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।