যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ফোর্ট ওয়ার্থ এর কাছে একটি গীর্জায় সকালের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হন এবং এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হন।
হোয়াইট সেটেলমেন্ট শহরের পুলিশ প্রধান জে পি বেভারিং বলেন ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র এক সদস্য পাল্টা গুলি করলে বন্দুকধারী নিহত হয় বলে খবর ভয়েস অপ আমেরিকার।
এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল।
বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইট সেটেলমেন্টের পুলিশপ্রধান জে পি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান