টেক্সাসে বৃহস্পতিবার একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেপরোয়া গুলিবর্ষণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র সহিংসতাকে একটি ‘মহামারী’ হিসেবে অভিহিত করে এ সংকট মোকাবেলার পরিকল্পনা ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা পর এমন হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র।
টেক্সাসের পূর্বাঞ্চলীয় ব্রিয়ান শহর পুলিশ বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যাক্তি নিরাপত্তা হেফাজতে রয়েছে।
কর্মকর্তারা জানান, এ হামলার পর পৃথক গুলির ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছে। কেবিনেট কারখানার মালিকের এক কর্মচারি এ বন্দুক হামলা চালায়।
পুলিশ প্রধান এরিখ বাস্ক জানান, কর্মকর্তারা কেন্ট মুরি কেবিনেট কারখানায় এ হামলার ঘটনায় বেলা আড়াইটার দিকে ফোন পান।
তিনি সাংবাদিকদের বলেন, এতে ‘এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। ওই হামলায় মারাত্মকভাবে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ব্রিয়ান পুলিশ বিভাগ জানায়, এ ঘটনায় মোট সাতজন হতাহত হয়েছে।