যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ টেক্সাস অঙ্গরাজ্যে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।
এতে স্থাপনাসমূহ কেপে উঠলেও আপাতদৃষ্টিতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্তি¦ক জরিপ সংস্থা বলেছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫.৩৫ মিনিটে মিডল্যান্ডের ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির আট কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
জাতীয় আবহাওয়া সার্ভিস টুইটারে বলেছে, টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে এটি চতুর্থ শক্তিশালী ভূমিকম্প।
মাঝারি মানের হলেও বিস্তৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে।